যদি দেখা হয় বলো তারে
একবার আসে যেন এই বাংলায়
যেখানে মায়াবী রোদ ঢলে পড়ে
ধান আর শালিকের গায়
আলতা রাঙা পায়ে কৃষাণিরা যায়
পায়ে তার দুলে উঠে শিশিরের লাউয়ের ডগা
মুঠি মুঠি সুখ ঝরে শিউলী তলায়
সোনা রোদ ঝরে ঠিক মাটির মায়ায়।
কলাপাতা ভরা আছে,ঘরে পাতা দই
রুপোলী মাছের দিঘি করে থৈথৈ!
ধানকাটা হয়ে গেলে শেয়ালের ডাক
রুপের গন্ধ মেখে হয়ো নির্বাক!
যদি দেখা হয়-বলো তারে
মিশে যেতে আসে যেন আলো আধারে।।