কবিতা কবে কোনকালে লিখেছিলে চিঠি একখানা
কচি হাতের কমনীয় স্পর্শ লেগে আছে এখনো-
সবুজ নরম দেহের ধান আর জলে ডুবা ঘাস
প্রথম পরশ ঠিক; কিযে উচ্ছাস !
পৃথিবীর সব রঙ সব সুখ খুজে ফিরি আজ
কৃষাণের কর্ষিত জমি ঠিক;ছোট্র সে কাগজ
আধখানা চাঁদ আজ পকেটে আমার-
তাইতো করিনা’ক পৃথিবীর খোঁজ!!
কত পথ হেটে চলি দিন থেকে রাত
গতি আর গন্তব্যের প্রান্ত সিমায়
সেই সুখ মনোহরী দেখিনাতো হায় !
কবিতা নেই তুমি;তবু আমি কবি
রিক্ত হৃদয়ে ভাসে বেদনার ছবি
যদি পার একবার পত্র দিও-বেদনার নীলখামে চিঠি লিখিও।।