কোন দেশে রোজ ভোর বিহানে
পাখ পাখালি ডাকে;
মিষ্টি রোদের ঝিলিক নিয়ে
সূর্য্য চেয়ে থাকে ?
কোন দেশেতে সবুজ শ্যামল
মাঠের পরে মাঠ-
রঙ বাহারি প্রজাপতি
ফুল পাখিদের পাঠ।
মেঘ গুড় গুড় আকাশটাতে
নীল সবুজের মেলা
ডাংগুলি আর লুকোচুরি
হরেক রকম খেলা।
কোন দেশতে সন্ধ্যা আকাশ
ছড়ায় আবির রঙ
সোনামুখো ধানের ক্ষেতে
কৃষাণ খাটায় টঙ !
কোন সে দেশে রাখাল ছেলে
বাজায় সুখের বাঁশি
ফুল ফসলে ছড়িয়ে থাকে
মুক্তা রাশি রাশি ।।
কোন দেশেতে নদীর বুকে
নৌকো সারি সারি
জলের মাঝে ঢেউ খেলানো
রুপোল মাছের বাড়ী ?
সুনীল আকাশ ছড়িয়ে থাকে-
বিলের পরে বিল
সুখ পিয়াসী গগণচারী
শুন্যে উড়ে চিল ।।
রুপ টুপ টুপ রুপের নারী
দিঘল কালো কেশ
অনেক দামে কেনা সে যে
আমার বাংলাদেশ ।।
ফুলের হাসি পাখির হাসি শিশুতোষ পান্ডু লিপি থেকে।