ওরে কে রে ভরদুপুরে
বোশেখ মাসের বেলা
মায়ের চোখে ফাঁকি দিয়ে
জমছে মজার খেলা !
রিনা মিনা সব জুটেছে
পুতুল গেছে পড়তে-
মা ডাকছেন ছাড়িয়ে গলা
টুনু যে নেই ঘরতে ।
রান্না হলো কোরমা পোলাও
ধুলো বালির পিঠে-
টুনটুনি আর লুবাও খেল
বেশতো ভারী মিঠে !
খরচ হল হাজার খানিক
নুন পেয়াজ আদা-
ঝাল দিতে ভুলেই গেছে
টুনিটা কি গাধা ?
কাদা মাটির পিঠে পোলাও
শানকি গাছের পাতা
খরচ তবুও অনেকখানী
ভরল ঋণের খাতা!
টাকা গেল কড়ি গেল
কাঁঠাল পাতার নোট-
দুষ্টরা আজ ঘর ছেড়েছে
সব বেধেছে জ়োট !
কাঠফাটা ঐ দুপুর রোদে
নেইতো চোখে ঘুম
ঘর ছাড়ারা সব জুটেছে
চুড়ই ভাতীর ধুম।।
ফুলের হাসি পাখির হাসি শিশুতোষ পান্ডু লিপি থেকে।