****
আজ রাত ছিল বড় নির্ঘুম
জেগেছিল বাঁশবন নক্ষত্রের আকাশ
সবুজের ঘাসে ঢাকা সেই সব মাঠ
ফুল পাখি রাত্রী;পেঁচাদের উদাসী ডানা
দু’চোখে সুখ খোঁজা আমার মতন।
বাঁকা চোখ উদাসীন,সোনামাখা চাঁদ
জোছনার রোদ ঝরে বিজন মাঠে
খুলেছে জোছনা যেন আপন নেকাব
একমুঠো রঙমাখা থোকা থোকা সুখ
পৃথিবী খুঁজছে যেন আপন স্বজন।
আজ রাতে ছিল বড় মোহনীয়তা
সব রঙ ছুঁয়ে গেছে মনের পাতা’
নেকাবী জোছনায় নাচে বনের পাতা
ভরেছে কি রূপ তারই ঋণের খাতা।