বিশ্বনবী (সাঃ)এর শুভজন্ম দিবস উপলক্ষ্যে নিবেদিত কবিতা............
**
নির্মম নির্যাতনে হিজরত করার পর
মুহাম্মদ (সাঃ)মহাধিপতি মদীনার...
ক্রমাগত বাড়তে থাকে কাফেরের অত্যাচার
যুদ্ধবাজ কুরাইশ মিত্র ছাড়ে হুংকার।
তেড়ে আসে বিপুল রণসম্ভারে বুনো শকুনের ঝাক
শ্বাপদ সংকুল,মুখরিত বদর প্রান্তর !
এবার নিশ্চুপ নয়;নয় কোন চেষ্টা আত্নরক্ষার......
মসজিদে নববী থেকে প্রকম্পমান বিবৃতি শোনায়
খোদার শার্দুল;সিপাহসালার!
চলো ওরে রণদুর্যয়
সত্যের দাপটে মিথ্যার দেয়াল
ভেংগে চুরে হবে ক্ষয় ।
রণে যায় সিপাহসালার......
মুখে স্ততি,চাহে করুনা খোদার
তাকবীরে তব কাঁপে
চারদিক থর থর ।।
মহামতি নির্ভীক সিপাহসালার
আগে পিছে চলে খোদার রাহে নিবেদিত
একঝাক সিংহ শার্দুল শীসাঢালা প্রাচীর প্রাকার
কাঁপে সে মুজাহিদ হাকে গিরি গুহা মরু প্রান্তর।
হে নির্ভীক সিপাহসালার !
তব তোমা নেতৃত্বে
বিজয়ের মালা হেলে দুলে আসে
বদর ওহোদ খন্দক,হুনাইন মুতা-খাইবার ।
খোদার নির্ভীক সিপাহসালার
শতত নির্ভীক হে মহাবিপ্লবী দুর্যয়......
শান্তি সাম্যের ডাক দিলে মদীনায়
মানুষে মানুষে ঐক্যের যোগ
সুভাস ছড়ালে সারা দুনিয়ায়।।
ছিলে নির্ভীক আল্লাহ প্রেমিক......
ভরসা নয় শুধু তলোয়ার
তাইতো জগত ক্ষণে ক্ষণে স্মরে
হে নির্ভীক সিপাহসালার ।।