ভালবাসা খুঁজে ফিরি
কবিতার ছন্দে
পাখিদের কলতানে
গোলাপের গন্ধে ।
ভালবাসা খুঁজে ফিরি
শিশুদের হাসিতে
আউশের ক্ষেতে আর-
ক্লান্তিটা নাসিতে ।
ভালবাসা টুপ টুপ জলের নুপুর
স্নিগ্ধ বটের ছায়া
উদাস দুপুর ।
ভালবাসা প্রকৃতির সবুজের নাক ফুল
হলদে পাখির ডানা
সরষে আর কাঁশ ফুল ;
পাখি ডাকে বায়ুবয়
শান্ত বিকেল
ভালবাসায় মন প্রাণ
হয় উদ্বেল ।
ভালবাসা রঙ তুলি শিল্পির উচ্ছাস
ভালবাসা ঘাঁস ফুল
নন্দিত ক্যানভাস
ভালবাসা সুখ স্মৃতি
সৃষ্টির উল্লাস !
ভালবাসা শ্রষ্টার বিশ্ব সংসার
সবটূকু রঙ মেখে ভরে দেয় অন্তর ।
ভালবাসা খুঁজে ফিরি
মাঠে ঘাটে আকাশে
রঙধনুর সাত রঙ্গে দু'নয়নে আঁকা সে ।
ভালবাসায় ফুল আর ফল ধরে বার মাস
সঞ্চিত হৃদয়ের নন্দিত উদ্ভাস