টেকনাফ থেকে তেতুলিয়া
নদী ফুল ফল
বিছায়েছ মাতৃস্নেহে তোমারি আঁচল
সবুজের লীলাভুমি নদী ছল ছল
তুচ্ছ জাজিম যেন আয়েসি মখমল !
নীলাভ আকাশ ভরা তারার মিছিল
রুপময় শুভ্র আবির রুপোলী সে চাঁদ
মাঠ জুড়ে অবারিত সবুজ আবাদ
কোকিল পাপিয়া ডাকে-
শালিক টিয়া
শিমুল বকুল ফোটে শাপলা-ডালিয়া ।
মধুমতি,করতোয়া,সুরমা ধরলা
পদ্মা ,ভাগিরথী্ ,মেঘনা – যমুনা
দানিয়াছ মাতৃ দুগদ্ধ
মায়ের নমুনা !
হেমন্ত শরত বর্ষা
বসন্ত ও শীত
গ্রীষ্মের দাবানলে পুঁড়ছে অতীত ।
তোমার ভান্ডার মাগো ভরা সুষময়
ঘুম ভাংগে রাতজাগা পাখির ডানায় ।
আজানের সুর ভাসে,দোয়েলের শীস
জারি শারি ভাটিয়ালী
পান্তা ইলিশ !!
কত দেশ জনপদ
কত শান্তি সুখ
খুঁজে ফিরি দেশে দেশে
তোমারই মুখ !
পাইনি খুঁজিয়া মাগো তোমার মতন
নদ-নদী,মাঠ-ঘাট তোমাতে যেমন ।।