পৃথিবীতে কেউ কি আছে আমার মায়ের মত
হাত বাড়িয়ে ডাকুক আমায় সুখের পাখি শত !
আমার মায়ের স্নেহের আঁচল
শীতল করে বুক
অন্য রকম পটে আঁকা
আমার মায়ের মুখ ।
রাত বিরাতে ঘরকে ফিরি
কেউতো ডাকে না
মায়ের মত দুয়ার খুলে
কেউতো থাকে না !!
নীল আকাশে তারার মিছিল
আলোর মোহনা
মায়ের কাছে নিস্প্রভ সব ;
হয়না তুলনা ।
আমার মায়ের সোহাগ বদন
পাইনা কোথাও খুজে-
বেহেশ্তরই ঝার বাতিটা
আমার মা যে নিজে ।
আমার মায়ের সুখের পরশ
আমার প্রাণের আলো
আঁধার রাতে চলতে সাথে
ওই বাতিটাই জ্বালো ।
হিরক মোতি মুক্তো দানা
মাগো আমার মা -
তোমার মাঝে তুমিই শুধু
তোমার তুলনা ।