প্রেম অম্ল মধুর হয়
অবিশ্রান্ত ডেকে চলে
দিগন্ত থেকে আদিগন্তে...
প্রেমের সুকোমল সুরভী উড়ে
মাঠ ঘাট সবুজ থেকে সবুজের মগডালে
রুপোলি মাছের ডানায়,হলুদ শর্ষের ক্ষেতে
প্রজাপতির রঙ্গীন ডানায় ।
প্রেম সবারই আছে;থাকতেই হয়
প্রেমের মহাসড়কে যাত্রা শুধু আমারই থেমে যায়
একটি নাবালিকা প্রেম যেন আমাকে থামায়;
জোছনা কুড়ার সুখ কখনো ধরেনি আমায়
কেননা আমি তো প্রেমিক পুরুষ নই
প্রেমহীন মরুভূমি আমার মানস ভূমি
এখানে সবুজে প্রেম নেই।প্রেম নেই নদীতে
প্রেম নেই ফসলের মাঠে।
রাজপথে কবেই হয়েছে প্রেমের বিসর্জণ
নির্জণ প্রান্তরে কেঁদে মরে প্রেমের ফসিল
এখন দাপুটে প্রেম কেড়ে নেয় প্রাণ
প্রেম প্রেম খেলা করে প্রেমের বিন্যাস
যেখানে টাকার প্রেম,ক্ষমতা ও বিত্তের প্রেম
সুখ মেখে নেচে নেচে করে উচ্ছাস !
প্রেম কোথায় ?দুবৃত্তের মত চলে
হাইব্রিড প্রেমের ইঞ্জিন,
অনুসঙ্গ নেই যেথা সেখানে নিসর্গ কোথায়!
অম্ল-মধুর প্রেম তবুও ডেকে যায়
আর আমি মরেও জেগে উঠি দংশিত নীলদেহে
নিঃশব্দে;নৈশব্দের মত কোন কবিতায় ।।