বোধ কোথায়?উদ্বেগের মিছিলের শহরে
জীবন ও প্রকৃতির ।
মানুষের মিছিলের রাজ্যে এ কোন খোলসী মানব
যেখানে ঘুঘুর ডাক ফেরারী বাতাসে
বিপন্ন প্রজাপতি উড়ে ভগ্নডানায়
বিষে ও বাতাসে !!
ফেরারী জীবন এক কবি ও কবিতার
সবুজের মুখ আজ দারুন ক্লিষ্ট
আপন মায়ের মুখ বিষে বিপন্ন
ফরমালিনে ম্লান হয় আগামির হাসি।
প্রেম আজ ফেরারী।নদী ও সবুজেরা
বিপন্ন সুখের নেশায় জেগে রই
গুটি কয়েক ফেরারী পিকেটার
রাজপথে পড়ে কাঁদে মায়ের স্মৃতি
ক্যাম্পাসে সুবাস নেই।নেই যেন
আলোর মিছিল......
টুকটাক উড়ে কোন ফেরারী কোকিল।
উত্তাপের শহরে ফেরারী যেন মানুষের বোধ
অমোঘ বিষে নীল আমার প্রবোধ।
তবু জাগি
জেগে ওঠে স্বপ্নের বাড়ী
সুখের অসুখে আজ
আমরা ফেরারী।।
**২৫ডিসেম্বর ২০১৬**