রিক্ত মনে দিপ্ত স্বপন
প্রিয়ার কোমল হাসি
কল্পনাতে দিন কেটে যায়
ফুল ফুটে হয় বাসি।
ঐ দু’টো চোখ;চোখ নয়রে
হিয়ায় ধরায় আগুন
ইশারাতে শীতল করে
চৈত্র কিংবা ফাগুন!
স্বপ্নলোকের কল্পপুরি
হাজার রংগের ফুল
দিন চলে যায় মাসকে গুনে
প্রিয়ার দিঘল চুল।।
ভাংতে পারে;গড়তে পারে
নদী কিংবা নারী
নারী ছাড়া হয়নি বিজয়
পুরুষের তরবারি।
কন্যা তিনি,ভগ্নি তিনি
জায়া ও জননী
তার কাছে তাই বিশ্ব জগত
অনেক খানী ঋণী।।