মেঘের ভেলায় শরত আসে
শিশির ভেজায় পা
সদ্য ফোটা কাঁশের বনে
শেয়াল লুকায় গা।
শিউলী তলায় শিউলী ঝড়ে
সবুজ ঘাসের বুকে
দোয়েল কোয়েল ফিংগে নাচে
আপন মনের সুখে।।
রঙ বাহারি মেঘের ভেলায়
আকাশ চেয়ে থাকে-
লাল টুকটুক সূ্য্য হাসে
বাঁশ বাগানের ফাঁকে।
দুর্বা ঘাসে শিশির জমে
সকাল বিকাল সন্ধ্যা
শীতে কাঁপে ছেলে বুড়ো
হিমেল বাতাস মন্দা।
নরম রোদের ঝিলিক নিয়ে
সূ্য্য ওঠে ভোরে
গাঁয়ের বধু শীতকে তাড়ায়
দাঁড়িয়ে বিজন মোড়ে।
হরেক রকম সবজি ওঠে
কৃষক ভায়ার মাঠে
ফুলকপি লাউ বেগুন গাজর
কৃষাণেরা নেয় হাটে।
শরত আসে রঙ ছড়িয়ে
কাব্য বোনার ক্ষণ
নতুন দিনের স্বপ্ন আঁকে
শিল্পি কবির মন।