সত্য পথে চলতে শেখ দিবা-নিশি
বন্ধ কর হিংসে যত মিথ্যে শিশি
মানবতার কল্যাণে হোক তোমার প্রাণ
পাইবে তাতে মিথ্যা বিভেদ পরিত্রাণ।
যে জন ফুটায় তোমার পায়ে বিষের কাঁটা
ছড়াও তুমি তাহার পথে ফুলের ডাঁটা
শক্রুকে আজ বন্ধু সাধো হাসিমুখে
ভরবে জগত ফুলে ফলে হাসবে সুখে।।
যে জন তোমার পথ ভুলে দেয় অন্ধকারে
তাহার পথে মশাল জ্বালো আপন করে
দেখবে তবে ভরবে ধরা আলোর ঘরে
অশান্তিরা মুখ লুকাবে গহব্বরে!
পরকে যদি পারো তুমি করতে আপন
হাসবে তোমার গুলবাগিচায় মনের স্বপন
জগত জুড়ে জুটবে স্বজন,উড়বে স্বপন  
উড়বে খ্যাতি দুরগগণে,সুখের পবন।
মানুষ তুমি নও একলা;আর মানুষের জন্য
গড়তে পারো জীবন তবে ধন্য ধরায় ধন্য
তবেই তুমি মানুষ হবে-
সৃষ্টি যে এক অনন্য।