আমার দেশের মাটি
সোনার চাইতেও খাটি
এমন খাটি সোনা কোথাও পাবে না
দেখে যাও দেখে যাও ,দেখে যাও না।
নরম মাটির বুকে কৃষাণেরা চাষে সুখে
সবুজের মাঠজুড়ে ছড়ায়ে সোনা
একবার এসে তবে দেখে যাও না
এমন সোনার দেশ কোথাও পাবে না ।
দুপুর রৌদ্রে মাখা গাংচিল মেলে পাখা
প্রজাপতি ফুলে বসে;রাতে জোছনা
সবুজের মাঠে দেখ পাকা কাচা ধান ক্ষেতে
কে যেন ছড়িয়ে গেছে মুঠো মুঠো সোনা ।
মায়ের স্নেহ মাখা ছড়িয়ে বটের শাখা
কুল কুল কথা কয় নদী মোহনা
নক্সি কাথার মত প্রকৃতিরা আছে শত
পাখি ডাকে ফুল ফুটে ;স্বপ্ন বোনা ।
এমন সোনার দেশ কোথাও পাবে না
পান্তা ইলিশে হেথা কৃষানিরা ভুলে ব্যাথা
তেলে ভাজা পুয়া পুলি,তিলের খাজা
খেজুরের রস দেখে মন মানে না
এমন সোনার দেশ কোথাও পাবে না।