****
রক্ত বরন লাল হয়েছে কৃঞ্চচুড়ার ডাল
ফেব্রুয়ারীর একুশ তারিখ রক্তে উড়ে পাল
মায়ের ভাষার মান রাখিতে শফিক রফিক ছুটে
রক্তে তাদের রঙ মাখিয়ে শিমুল পলাশ ফুটে।
নদীর ভাষা পাখির ভাষা স্রোতের কলতান
মায়ের মুখের মিষ্টি ভাষা ছড়ায় অতুল ঘ্রাণ
এই ভাষাতেই রাখাল ছেলে বাজায় সুরের বাশি
খোকা খুকুর মুখে ঝড়ে মুক্তা রাশি রাশি।
ফাগুন এলেই আগুন ছড়ায় তপ্ত দুপুর বেলা
রঙ বাহারী শিমুল পলাশ খেলছে কিসের খেলা?
রক্ত দিয়ে মুক্তি লিখে কোন সে দামাল ছেলে,
বাংলা ভাষার নাম লিখে যায় আপন রক্ত ঢেলে!
প্রভাত ফেরি প্রভাত ফেরি ফুল ছড়িয়ে যাও
শহিদ বেদির ফুলের মাঝে কাদছে কাহার মাও?
কান্না নয়রে শোকের মাতাম ;হাসছে বীরঙ্গনা
বিশ্ব সভায় কে পেয়েছে এমন খাঁটি সোনা !
ফেব্রুয়ারীর একুশ তারিখ বিশ্ব জয়ের দিন
রক্ত দিয়ে সোধিল খোকা বাংলা মায়ের ঋণ,
লাল সবুজের সুর্য্য এলো একাত্তরে শেষে-
রক্ত দিয়ে “মা”লিখেছে আছে এমন কে সে!!