আধাঁরের বুকে স্বপ্ন আঁকে
সোনালী ধানের চাষ
ভোরের বাতাসে কুমোরী লতাটি দোলে
তনু,তন্বীর উচ্ছাস।
শরত আকাশে রুপ গুঞ্জন
স্বপ্ন পূজারী মন
আগামির উঠানে ফিসফিস কথা
ফরহাদের ক্রন্দন।
সবুজ ঘাসের ঘাগড়া পড়িয়ে
ঝুমুর ঝুমুর নাচ
নব বসন্তের কুহেলিকা ভেদি
কত যে নতুন সাজ!
নিতুই সেখানে সকাল বিকেলে
সাজায় ফুলের ডালী
প্রেমের নিকুঞ্জে পথভোলা যেন
কোন এক বন মালী।
স্বপ্নে বিভোর তন্বীর মন
দেখে কত রাজদূত
প্রেমের কুসুমে গড়া সে দেয়াল
জ্যোতিময় ইয়াকুত।