এখানে সন্ধ্যা নামে প্রাণের নির্ঝর
পাখিদের ঘরে ফেরা আহা কি করুণ!
বাঁশঝাড় জেগে ওঠে কলরবে তার
গোধূলীর আবির যেন বাংলার বধু
গাঢ় অন্ধকারে ঢাকে মাঠেরা ধু ধু।
ঘরে ফেরে পাখিরা;রাখালের দল
জেগে থাকে ঘাসে ভরা মাঠ অবিরল!
খুঁজে সুখ সারা দিন , ক্লান্ত পথিক
আর যারা আটপৌরে সুখের অসুখে-
প্রাণের স্পন্দন দেখ আছে হেথা লুকে
এখানে সন্ধ্যার বুক প্রেমিক অশেষ
চুকে দেয় জীবনের হিসেব-নিকেশ।।
দেখ খুঁজে - এইসব মাঠের দেহ
প্রেমের সুখের ঢেউ খুঁজে পাবে কেহ!