আমার স্বপ্নভঙ্গ উপোসী দু’চোখ
খুঁজে ফিরে হারানো - সে দিন,
নীল প্রজাপতি আর বিষণ্ণ দুপুর
তিস্তা-সকোঁয়ার কাদামাখা ক্ষণ
ঘাঁসের মত নরোম হারানো জীবন।
প্রেয়সীর মুখ ভাসে শুভ্র রোদে-


কবিতারা ভীড় করে, হারানো সকাল
হিজলের বন ডাকে ; ঘুঘুদের ডাক
পলিমাখা চরে-সেই স্মৃতি লিখা থাক।


আকাশের নীলে আর কোমল বিকেলে
ধুলপির ফুল হোক-স্মৃতিরা মিছিলে,
কোন এক ঘাস ফড়িং আমাকে ডাকে-
প্রেয়সীর মুখ দেখি, হারানো মাকে
বেদনারা নীল যেন-শুধু চেয়ে থাকে !