এখানে আকাশের মুখ অতলন্ত ভালবাসায় ভরপুর
দুলে ওঠে চাঁদের মায়াবি শরীর
সুউচ্চ মেঘের মিনারে আঁকা আলহামরার প্রাসাদ
নিঃশব্দে হেঁটে চলে নেকাবি জোছনা ;
লক্ষ্ণী পেঁচার ডানায় রাত্রির আলিংগন
জানালার পাশে দাঁড়ায় আবলুস আঁধার খন্ড
নীল জোছনায় ধুয়ে দেয় পৃথিবীর বুক
ঠিক নুহের কিসতির মত ভেসে ওঠে আরেক পৃথিবী !
জোছনা নেকাব খুলে রাতভর ডেকে যায়
দেখেছি আঁধারের রুপ নেকাবী জোছনায়
হেঁটে চলি নির্ঘুম তারি সাথে ঠিক -
নরোম ঘাসের বুকে চুয়েপড়া মুক্তা
নিঃসীম আকাশে অনুরোক্ত সে হাসি
পাখি ডাকে ফুলফুটে সুখ ঝরে রাশি রাশি ।
কমনীয় চোঁখে দেখ জোছনার রুপ
শুদ্ধ আলোতে ডুব দাও টুপ টুপ
আলো আঁধারের বুকে পাতা বিছানা
এখানে অপ্রাপ্তির নেই ঠিকানা ।
নির্মল বাতাসে নেই বিষের বসত
ফরমালিনে নীল হওয়া মানব দেহ
জোছনার নেকাবে ডাকে রাত্রী ও মেঘ
জেগে ওঠে শুদ্ধতার পৃথিবী আরেক
জোছনার মোহে বাঁচি অনন্ত কাল
যেখানে রাত নেই শুধুই সকাল !
জেগে ওঠে অমিত সম্ভাবনার একখন্ড পলি মাখা চর
জোছনায় স্বপ্ন বোনা , আপন সুখের ঘর ।