** **
জলের আয়নায় ভাসে শুভ্র আকাশ
তিলের ফুল হয়ে নক্ষত্রের ভরা মাঠ-
সবাই ঘুমায় ; ঘুমায় পৃথিবী কোলাহল
নিরবে ঝরে একরাশ মুগ্ধতা ; কবিতার ডানা ।


নির্ঘুম জেগে থাকা নক্ষত্র-আকাশে,
আর যারা সমতলে বয়ে যায় প্রত্যাশার সাম্পান
সফেদ জায়নামাজ- ভাসে শুদ্ধতায় মাতুলের মুখ,
কাকের পাখায় নামে রাত্রি ; অভিসারী সুখ ।


চেয়ে থাকার মোহ শতাব্দী থেকে শতাব্দীর
কালের পীঠে । হাড়গোড় ভাঙ্গা আকাঙক্ষার শীষ
ফুল-পাখি , জোছনার জলের আবেশ.....................
ধুয়েদেয় জননীর সুষমার রুপ ।


শীতল পবিত্র স্পর্শে সংকলিত হয়-
নক্ষত্রের বীজতলা ,এক একটি কবিতার কঁচি দেহ
মাতুলের মুখ যেন স্নাত ; চন্দ্রিকার খন্ডিত রুপ
মুখিয়ে থাকা অরণ্যের প্রদীপ্ত আভা ।