** **
উদাসী দুপুরে আমি ক্লান্ত নই
বয়সী রোদের ঝাঁক দিয়ে দি’ই ছুটি,
শীতল ছায়ার মত পেতেরাখি বুক
যেখানে বুকের ভেতর ঘাসের ঘুঙ্গুর ।


বেগুন ফুলের হাসি নীলপ্রজাপতি
শালিকের ডানায় ঝরে ঘুম ঘুম শব্দেরা ,
বাতাসের বোতামটা খোলা রেখেছি
বুকের গহীনে জমুক জোছনার ফুল......


বুকপকেটে আছে পাখিদের গান
স্মৃতির রুমালে উড়ে মাছের মিছিল-
মাটির নরোম বুক কবিতার খাতা
ঘাসের ঘুঙ্গুর নাচে বুকের ভেতর ......
........ রচনা কালঃ ৩/৩/২০১৭ খ্রিঃ।