নিদেন পক্ষে একটুকরো স্বপ্ন দেখতে শিখিয়েছ তাই
বরফধোয়া বৃষ্টির ফোটার মত
টুপ টুপ ঝড়ে পড়া
ক্ষণিকের বসবাস তোমার বুকে
শতাব্দী থেকে শতাব্দীর প্রান্ত সিমায়
ছুটে চলা নিরবধি ছল ছল ছল ।
ডিঙ্গী নৌকার মত ফেনিল সাগরে ভেসে চলা
শেওলার মত হাত গুটিইয়ে বাঁচা
স্বপ্নকে ভালবাসতে বলেছ বলেই;
হয়তো তোমার কাছে ঋদ্ধ বলেই
উথাল পাথাল থই থই আনন্দে ভাসছি
আমাকে ডেকনা আর এমনি তরে
আমি যেতে চাই দূরে আরো বহুদূরে
যেখানে সবুজ ঘাঁসের বুকে জমে থাকে
বিন্দু বিন্দু শিশির কণা
কুমারি ধানের গন্ধে পাখিরা করে সন্ধার আয়োজন
মাটির সোদা গন্ধ আমাকে টানে
উথাল পাথাল ঢেউয়ের মত
ক্ষেতের পরে ক্ষেত দাঁড়িয়ে একাকি
এক একটি সবুজাভ যায়নামাজ
ঘাস ফড়িং ডানা মেলে উড়ে যাই ধানের ক্ষেতে
সারা রাত জেগে রব কানাকুয়া পাখির মত
রাতজাগা ডাহুকের মত সারাটি ক্ষণ
এখানে ওখানে নাম ধরে ডেকে যাবে কেউ
আমিতো যাব ভাই নাফেরার দেশে
ছল ছল ছুটে চলা ফেনিল সাগরের ঢেউ ।