****
না হয় গল্পটা থাক আজ –এখানেই
জীবনের পাঠ কী তবে শেষ হয় !
বুকের টেবিলে জমে বইয়ের স্তুপ
আর ঐ দেয়ালের ঝুলানো মানচিত্র ......


লেখার ইচ্ছেগুলো থাক জমে প্রাণে
অনেক কাজ বাকী এখনো স্বদেশে-
আর ঐ আগামির স্বপ্নচারা
জল জ্বলে উজ্জল- নক্ষত্রের আকাশে ।


বিষাদের দিনগুলো ফিকে হয়ে যাক
আগামীর ইতিহাস আজ লিখা থাক ,
স্বপ্নডানাকে তাই রাখি সাজিয়ে-
স্বদেশ আমার প্রেম-। দো ফসলি আবাদি জমিন ......


আমি এক বিরাগী কৃষক
কর্ষিত মৃত্তিকার বুকে বুনি প্রত্যাশার বীজতলা
আগামী শস্যের দানা রঙ্গীন সুখে বেড়ে ওঠবে-
টেকনাফ থেকে তেতুলিয়ার পলিমাখা চরে


হয়তো বাতাসে তার উড়বে সুঘ্রাণ
মাঠের কোল থেকে পলাতক দুঃখেরা আপন ,
হলুদ পাখির ঠোঁটে ভেঁজে যাবে গান-
এশিয়া থাকে এ্যান্টার্কটিকার বরফি মাঠে ।


## রচনা কালঃ ১৩ মার্চ ২০১৭ ##