এখনো সময় আছে ফিরে এসো
ফিরে এসো নরম মাটির কোলে-
সবুজের ঘাগড়া পড়া সহজিয়া নারীর কাছে
একমুঠো রোদমাখা শুভ্র সকালে


যেখানে নদীটি বুড়িয়ে গেছে ; অকাল যৌবন হারিয়ে
হাড্ডিসার বিবর্ণ পান্ডুরমুখে  সোঁতাটি হাসে-
কাশবনে নেই আজ শেয়ালের দল
নির্বাসনে রাতজাগা পাখি আর ঐ শেয়ালেরা


কংক্রীটের ধাতব দেয়ালে উড়ে ভগ্নডানার প্রজাপতি-
ফাগুনের বিরস বাতাসের ঠোঁট ;
তাবত পৃথিবীজুড়ে জংগী জংগী খেলা-
সভ্যতার রঙীন ভূবনে কোন উপোসী শকুন !


ফিরে এসো ফসলের মাঠভরা শস্যে
শিক্ষার ক্যাম্পাসে ,শিশুদের হাসি আর কৃষাণের ক্ষেতে
কি  লাভ  হত্যাকরে মানুষ আর সভ্যতার ভ্রুণ ?
বারুদের স্রোত আর রক্তের নদীতে ............।


ফিরে এসো সবুজ আর ঘাসের গহীনে
শুভ্র তুষার ঘেরা মানবের জয়গানে
এসো জেগে রই নদীর মতন ;
গড়ি অনাগত নির্মল স্বপ্ন ভূবন    ......