পৃথিবী কবিতা হবে কোন একদিন
নিসর্গ নিষিক্ত হবে হৃদয় গহীন ,
সকল পঙ্কিলতা কিংবা কুটিলের মুখ
ভেসে যাবে নির্মাণের মোহে - নুহের প্লাবনে -
হয়তো পলির মুখ থেকে উঠবে জেগে
সবুজ গহনে কোনো তৃণ-লতা ভ্রুণ
মৃত্যু পচন ঝেড়ে নুনের গতর ;
উঁচু শিরে দাঁড়াবে (সবুজের এই সব) উপত্যকা ।


কোথাও ডাকিবে পাখি বিকেলের কোমল নির্জণে-
বুনো ফুল একাকী বসে ছড়াবে সুবাস
শুভ্র মেঘের ডানায় উড়বে বিমান-
গোলাপের পাঁপড়ি কেহ ছড়ায়ে এমন
উড়ে বিহঙ্গ এক   দেশ -মহাদেশে ।


নদীগুলো ছল্ ছল্ ভরা যৌবনে
অনাবিল শিশুর মুখ যুদ্ধ বিহনে ।
কবি , নারী - কৃষাণের মাঠ ভরা ক্ষেত
কবিতার ক্যানভাসে সেই সব মুখ .........


কোথাও মাঠের পরে শালিকের ঝাঁক
নিজেরাই হয়ে যাবে কবিতার আকাশ !
পৃথিবী হবে এমন কোনো কবিতা
সপ্নীল চোখে ভাসে সেই সব কথা ।।