দিঘির জলে মুখ লুকিয়ে
সূর্য্য নামে পাটে
নিমের সারি দাঁড়িয়ে থাকে
ধান কাউনের মাঠে ।


ঘরে ফিরে রাখাল ছেলে
ঘুমায় বনের পাতা
রাত জেগে রয় ; আঁচ্ল পেতে
খুলিয়ে ঋণের খাতা ।


ঋদ্ধকর আমায় আকাশ
ঋদ্ধকর তারা
শীতলবুকে শান্তি খুঁজে
নিবিড় ঘুমে যারা ।


যে কালো তার চোখের তারা
যে কালো তার চোখ,
রাতি কালো নীলের বুকে
অভিসারী লোক ।


তপ্তবুকে বৃষ্টি নামে
বরফ বসে চোখে
শুদ্ধচারী সিজদা আঁকে
কাঁদে কাহার শোকে !


রিমঝিম ঝিম জোসনা ঝরে
ঝিঁঝিঁ ডাকে বনে
হৃদয় বীনায় ঘুড্ডি উড়ে
শব্দ নাচে মনে ।


চাপার বনে ঢেউ লেগেছে
আবছা আঁধার বুক
রাত্রি ডাকে চুপি চুপি
অভিসারী মুখ ।