আমরা সমাজের অপানঙতেয়
আমরা প্রান্তিক মানুষের দল
তোমরা আমাদের দেখেও দেখো না
চোখে ঠুলি পরে বসে আছো
স্বার্থপর মানবতাহীন মানুষ
তোমাদের সমাজ, তোমাদের দেশ
আমরা অপাঙতেয়
যেনো আমরাই সংখ্যায় বেশী
মূর্খের দল, কাচের স্বর্গে থাকো
একদি আমরা জোট বাঁধবো
সেদিন, যাদের দেখেও দেখো নয়া
মনে করো শুধু ব্যবহারের সামগ্রী
বিচার হবে, বিচারক তোমারও
আমাদের ঘেন্না করতে পারো
আমাদের করুণা করতে পারো
কিন্তু আমরা আছি
শেষ বিচার আমরাই করবো।