দেশ ? কোন দেশের কথা বলবো,
বাবা দ্যাশের কথা বলতেন
সে দেশ, ধন-ধান্যে পুষ্পে ভরা
গোলাভরা ধান, পুকুরে মাছ
মাটির বাড়ী, খড়ের ছাউনি
ঘরভরা সুখ, পালা-পার্বন
যৌথ পরিবার –
সে বড় সুখের দিন ছিল।
সে দেশ ছেড়ে
- নতুন দেশ
উদ্বাস্তু পরিচয়
- আমার দেশ।
সব হলো, সংগ্রাম করেই হলো
তবু হা – হুতাশ
        ও দেসের জন্য।
বাবা চলে গেছেন –
এখন, এ আমার দেশ
দুটো দেশ –
ভারতবর্ষ আর ইন্ডিয়া,
আমি ভারতবাসী
দেশকে বড় ভালোবাসি
ইন্ডিয়ার মানুষেরা
যারা আমাদের শাষন করে
তারাও তাদের দেশকে ভালোবাসে নিশ্চয়
ভারতবর্ষ ক্ষয়ে যাচ্ছে
ওদের বাড়-বাড়ন্তের কমতি নেই
হেইল ইন্ডিয়া - হেইল ইন্ডিয়া!


        ( স্বপ্ন )
একদিন সব সীমানা মুছে যাবে
এ পৃথিবী একটাই দেশ
পৃথিবীকে ভলোবাসবো
সবাই সু-চিন্তাই করবো
সবাই পৃথিবীবাসী
যুদ্ধ নেই, অস্ত্র নেই
শান্তির পারাবত উড়বে
গর্বের সাথে বলবো
এ আমার দেশ
এ আমাদের দেশ।