জবাব আছে, জবাব নেই
বৃথাই তুমি খুঁজছো খেই
ক্ষিএ পাবে নয়া অতল জলে
ঘুরছি মিছে আজব কলে
শুন্যে শুরু, শুন্যে শেষ
আজব জগৎ ঘুরছে বেশ
সুতোয় বাঁধা পুতুল খেলা
সাঙ্গ হলে, যাবার পালা
সবই শুধু মায়ার খেলা
জীবন জুড়ে আশার মেলা
সুখে-দুঃখে কাটে জীবন-বেলা
একদিন – সাঙ্গ হবে সকল খেলা
মাঝে কেবল ভালোবাসা রবে
সন্তানেরা, ভবিষ্যত হবে
জীবনের তো হবেই অন্ত
যতক্ষন আছি – শুধু আনন্দ।।