এলো এলো এলো যে বসন্ত
এলো এলো – প্রম এলো অনন্ত
ভোরের সূর্য ছড়ায় যে ফাগ
চারিদিকে শোন বসন্তরাগ
আরো লাল হলো পলাশেরা আজ
প্রকৃতি সেজেছে রঙ্গিন সাজ
চারিদিকে দেখ ফুলের মেলা
প্রজাপতি তাতে করে যে খেলা
আকাশ আজি সুগভীর নীল
তোর সাথে দিল হল যে মিল
মন যেন করে শুধু হা-হুতাশ
প্রেম ছাড়া কই মিটিবে পিয়াস
মনের মাঝে জ্বলে যে আগুন
নেবাবে কি আজ সে ফাগুন
বসন্ত আজ প্রকৃতি হাসে
মনের মাধুরী মনেতে মেশে
তোর সাথে আজ নতুন খেলা
কেটে যায় মোর সকল বেলা
বসন্ত তোর দেহের ভাঁজে
সুতীব্র কি সুখ বিরাজে
ভেঙ্গে ফেলি সব লাজ ও লজ্জ্বা
খুলে দি আমি সকল দরজা
তোর দেহের সপ্ত সাগরে
স্নানরত আমি – ডড়ি না কাহারে
তুই-ই প্রকৃতি – তুই-ই বসন্ত
তোর মাঝে আমি খুঁজি অনন্ত।