কি মাদকতা আছে তোর হাস্যে
রক্তে জোয়ার তোর ঐ দেহের লাস্যে
বাঁকা ঠোঁটে মধুর হাসি
হৃদে বাঁজে কৃষ্ণ বাঁশী
বুকের আঁচল যায় যে সরে
যৌবন সেথায় উছলে পড়ে
চোখ সরে না,
মন ভরে না,
যতই দেখি, আরো চাই যে
তুই ছাড়া আর কিছু নাই যে
বিশ্বভ্রমন তোর ঐ দেহে
সুখ ভরে আজ মোদের গেহে
রক্তে মোর তুফান ওঠে
ডুবছি আমি তোর রাঙ্গা ঠোঁটে।