জীবনটাতো ধুসর এবং সাদা কালো
বসন্তে আজ পড়লো তাতে নতুন আলো।
রঙে রঙে রঙ্গীন হলো
রামধনুরই দোলায় দোল।
প্রেমের দোলায় দুলেছিল কৃষ্ণ এবং রাধা
সেই রঙেরই নতুন রূপে পড়েছি আজ বাধা।
তোর দেহে যে রঙের খেলা
ভাসালাম তায় প্রেমের ভেলা।
ডুবছি যত ভাসছি তত
বিক্ষিপ্ত মোর ভাবনা যত।
কত রঙ তোর চোখের ফাগে
রঙ লেগেছে তোর অঙ্গরাগে।
মুছিস না তুই, মুছিস না লো
জীবনটা আর নয় সাদা কালো।