ফাগুনে আগুন লাগলে
জলে তা নেভে না
জ্বলতে থাকে দেহ-মন
দমকলের কাজ না
মনের সাথে মিলবে যে মন
সে জ্বালা জুড়াই কোথা?
খুজবে বলো কোন জন?
এ যেন তুষের আগুন
জ্বল্বে, কিন্তু দেখবে না
ছড়িয়ে দিয়ে সেই আগু
ন্সফল হবে এ ফাগুন
দেহ-মনে এই যে জ্বলন
প্রেম বলে তা
ঈশ্বরের শ্রেষ্ঠ ফলন।