প্রশ্ন অনেক, উত্তর খোঁজে
মনের মাঝে শঙ্কা বাজে
প্রশ্ন কেন কাজে-অকাজে
প্রশ্ন করি আজে বাজে
উত্তরেরতো নাইকো দেখা
প্রশ্ন করেই উত্তর শেখা
খুঁজি যত লেখা ঝোখা
মাথার মধ্যে কাটে পোকা
আতিপাতি খুঁজছি যত
উত্তরেতে প্রশ্ন ততো
জীবন যেন এক হেয়ালী
উত্তর খুঁজেই খোয়ালী
এগিয়ে গেল সব সেয়ানা
এ জীবন বুঝি আর সয় না
মাথার মধ্যে প্রশ্ন বওয়া
উত্তরে যায় দখিন হাওয়া
বসন্ত সে ফুরিয়ে গেল
বুঝলি না তুই কে যে এল
শ্যধু শুধু জবাব খোঁজা
বয়স বাড়ে, জীবন বোঝা।