ফাগুনে যে আগুন জ্বলেছিল
চৈত্রে জ্বলে দ্বিগুন দ্বিগুন
বসন্ত অবসানে মুকুল ঝরে যায়
যা থাকে মধুফল
দ্বিপ্রাহরিক আগুনে ঝলসে যায়
তোত মধুওষ্ঠে মুখ রেখে
প্রতি রোমে রোমে অনুভবে
চৈত্রের আগুনে সেঁকতে সেঁকতে
চৈত্রাবসানের ঝরাপাতায়
দেশলাই জ্বেলে দি
ত্বপ্ত তৃপ্ত সুপ্ত আগুন
মন পোড়ে, দেহ পোড়ে
জ্বলন, বড় সুখের সে জ্বলন
অগ্নি অবগাহনে ভাসতে ভাসতে
আশা শুধু –
হবে না – চৈত্রশেষে
বসন্ত অবসান।