কত কথাই মনের ভিতর
উথাল পাথাল তিতর বিতর
মনে কতই চিন্তাধারা
মনের ভিতর হয় তা হারা
বিক্ষিপ্ত সব চিন্তা যত
মনের ভিতর করছে ক্ষত
তাতে মনই দিচছে প্রলেপ
হচ্ছে তাতেই চিন্তা বিলোপ
মনের কথা মনই জানে
খুঁজে মরা বৃথাই মানে
অর্থহীন সব ভাবনা যত
ভাবনা জাগে শত শত
সাজিয়ে নিয়ে মনের বাগান
সুন্দরেরই গায় জয় গান
কুড়িয়ে নিয়ে সু-ভাবনা যত
শত ফুল হোক বিকশিত।