যা হবার তা হবেই
অবুঝ মন তা বোঝে না
একদিনেরই বাঁচা মরা
ভবিষ্যৎ তো কেউ জানি না
তবু অর্থহীন আশঙ্কায় বেঁচে থাকি
আর কেন যেন সবকিছুর মধ্যে
ভালোবাসা খুঁজে যাই
সম্পর্কগুলো ভাঙ্গে গড়ে
তবু স্মৃতিতে সুতোগুলো থেকেই যায়
মাথার মধ্যে জট পাকানো চিন্তাগুলো
কখন কি যে ভাবি, কিছু ভালো লাগে না
অবুঝ মনটাকে কিছুতেই বোঝাতে পারি না
যা হবার তা হবেই, সবই পূর্বনির্দিষ্ট
আমরা তো খেলার পুতুল
অদৃশ্য কে যেন খেলছে অসীম খেলা
কেটে যাচ্ছে আমাদের বেলা অবেলা
অপেক্ষায় থাকা শুধু একদিন
এ খেলা সাঙ্গ হবে, নতুন পথে যাত্রা হবে
অবুঝ মন বুঝবে সে দিন
আসলে সবই পুতুল খেলা।