বিশ্বাষ ভাঙছে, বিশ্বাষ ভাঙছে,
অবিরত, প্রতি মূহূর্তে
অনিয়ম, বেনিয়মের নানা শর্তে
নদীর জল যেমন ভাঙ্গে,
মরু পাহাড় যেমন ভাঙ্গে,
কেউ কাউকে বিশ্বাষ করি না
ভাঙ্গতে – ভাঙ্গতে – ভাঙ্গতে
আমরা সবাই একলা দ্বীপবন্দী
আঁটছি নানা ফিকির ফন্দী
একের বিরূদ্ধে এক
অনেকের বিরূদ্ধে অনেক
বিদ্বেশ বিশ জর্জরিত
বিশ্বাষ ভাঙ্গে, সমাজ ভাঙ্গে
একদিন পৃথিবীও টুকরো টুকরো
অবিশ্বাষের ছায়া বিস্তৃত, বিস্তৃত
হতে হতে, অন্ধকার ঠেকে অন্ধকারে
ঠেলে দিচ্ছে আমাদের
ঈশ্বরেও বিশ্বস্ত নই আমরা
ঈশ্বর, হে মহান ঈশ্বর!
ক্ষ্মমা করবেন কি আমাদের?