অজানা পথে - অজানা খোঁজে
খুঁজে ফিরি দেহের খাঁজে খাঁজে
তুই দেখা দিস নিত্য নতুন সাজে
ফন্দি ফিকির ভান আছে তোর লাজে
দেহ মন্দিরে কত সুর যে বাজে
ধরতে নারি, চলি অনন্তেরই খোঁজে
অজানা পথ, দেহের বাঁকে বাঁকে
রহস্য তোর আঁখির তারায় ডাকে
ভেদ করতে গিয়ে, গোলোকধাঁধায় ঘুরি
ঘুরতে ঘুরতে পিপাসায় যে মরি
সব কথা বোঝানো কি আর যায়?
আয় দেখি তুই, অজানা পথে আয়।