বসে আছি মোহনার দিকে চেয়ে,
দিগন্তে বসন্তের পূর্বাভাস,
একটু শীত আছে,
রক্তে মৃদু কম্পন -
টের পাচ্ছি – কিন্তু
উৎসবমূখরিত হতে চাই না।
নিস্তব্ধ মোহনায়,
শুধু জলের শব্দ,
ঢেউ একপ্রান্ত থেকে অপরপ্রান্তে -
পরস্পর জড়াজড়ি করে,
এগিয়ে আসছে উন্মাদের মতো।
তারপর ভেঙ্গে পড়া,
নির্মম পাথরের উপরে,
শুধু জলের দাগ রেখে যায় -
আমি – নিরাসক্ত চোখে,
সৃষ্টি ও সমাপ্তির দিকে চেয়ে -
দিগন্তের রক্ত রাঙা
সূর্যের কাছে
বসন্তের আবাহন করি।