সকাল বেলায় একরাশ বসন্ত
পড়ে ছিল মাটির বুকে,
হাত ভরে নিলাম কুড়িয়ে,
ঠিক তখনই – তুমি এলে
অঞ্জলি ভরে, বললে নেবে বসন্ত?
আমার হাত ভরা,
তাই পারলাম না নিতে।
তোমার মুখের রঙয়ে -
আরো লাল হল বসন্ত,
কুড়িয়ে পাওয়া বসন্তদের-
নিজের বুকে জমিয়ে রাখলাম।