অল্প আঘাতে..বিহ্বল রাতে, উদাস ব্যাকুল মন,
স্বপ্নেতে ভেসে.. স্মৃতি কেন এসে!থেকে যায় কিছুক্ষণ।
আনমনা মনে, ভেবে ক্ষণে ক্ষণে,মন থাকেনা ঘরে-
শূন্যতা সাথে :অধিক রাতে -একটু পাগল করে।
চাঁদ একা জেগে_ ঢেকে কিছু মেঘে,কিছু বলতে চায় !
নিশীথ নিরালা, নয় অবহেলা,রূঢ় নিঝুম নিরালায়;
আঁধার ঘনিয়ে- রাত্রিকে নিয়ে- একটু যেন উদাসী:
জ্বালে সাঁঝবাতি,শুনে হঠাৎই ব্যাকুল প্রেমের বাঁশি।
আঙিনায় আলো, লাগে খুব ভালো,বেজে ওঠে মনে বীণা !
হাওয়ার ডাকে; রুক্ষ শাখে..তাকায় আকাশলীনা।
হালকা মেদুর, মোহনার সুর,মন নিয়ে দেয় পাড়ি-
নদীর কথায়, মত্ত ব্যাথায়, প্রকৃতিকে দেয় আড়ি।
শাওন দিনে! নেবে কি চিনে!ধূসর রজনীগন্ধা,
শেষের খেয়ায় ,মাতাল হাওয়ায় চোখে এসে যায় তন্দ্রা ॥