ওহে ক্ষুধাতুরা বন্যার্ত বেচারা
কাঁদো কার পানে চাইয়া?
ওরা রাজা, রাজ্য পাইতে
কাঁদে তোমার দ্বারে যাইয়া।


ক্ষমতার তরে নোয়ায় মাথা
তুমি আপসে দাও ভোট,
ওদের চাকায় পৃষ্ট তুমি
বিপদে বুঝবে দাপট!!


এ কি কিসে মিডিয়া
এ তো রাজার কেনা দাস,
তোমার খবর ওদের পাতায়
আহা কি সর্বনাশ।


নজরুল থাকলে লিখতে আজি
মানুষের তরে সরকার, সরকারের তরে নয়
গনমাধ্যম বুঝি ক্ষমতার চাবি?
মানুষ মরুক, ক্ষমতার কথা কয়।।


কিসের তুমি শতবর্ষী
বাচিতে চাও আরো?
দুই কেজি নাও গমের ছাতু
এই বার কেটে পড়ো।