আমরা সবাই পথিক এই পৃথিবীতে
এসেছি চাওয়া-পাওয়া দিতে নিতে
আমরা সবাই পথিক এই পৃথিবীতে

আমরা আপন আপন পথে তাইতো সবাই হাঁটি
চলার পথে কেউ জীবনকে করল সুন্দর পরিপাটি

কত মানুষ এখানে আসে আর যায়
কেওতো এখানে চিরদিন রয় নাই
গরিব বড়লোক সবকে নিতে হয় বিদায়

কারো ঝুলি ভরা হাত কারো হাত খালি
ফেলে যেতে হয় এ পৃথিবী মরীচিকা বালি

সব পথিক তো পাইনা প্রকৃত জীবনের সফলতা পৃথিবী চিরস্থায়ী করতে কিছু জীবনের ব্যাকুলতা

আমরা যে যায় পথে হাটি না হাঁটি,
কেও বা করিল জীবন পরিশুদ্ধ খাঁটি
হে ধরিত্রী তুমি মায়া মুগ্ধ এই পৃথিবীর মাটি

সব পথিক তো পায়না জীবনের আলো--!
আর সব পথ ই তো হয়না ভালো,,,
    না জীবনের কাটিয়া আঁধার কালো!

আমরা তবুও পথিক অনেক মত অনেক পথ
ভাঙা গড়ার মাঝেই এ জীবনের ভবিষ্যৎ-!

কিন্তু মোরা প্রকৃত জীবনের পথে কয়জন বা হাঁটি
অনেক পথে হাঁটলাম যদি জীবন সুন্দর নাহয় খাঁটি