সুবাস সুগন্ধ নিয়ে, এসেছি তোমার দ্বারে,,
হৃদয় কে রেখেছি,, সোনার অলংকারে,,,!!

শুধু তুমি শুধু তুমি,, ওই নয়ন আঁখিপাতে,,,
সকাল সন্ধ্যা, দুপুর রাত মম ওই প্রভাতে,,

তোমার ভালোবাসায়, মোর হৃদয়ের তীরে,,
কি করে দেখাবো সখা আমার বুকটা চীরে,,,!

অনন্ত রেখেছি ভালোবাসা ওই সম ডালি,,,
ফিরায়ো না সখা মোরে শুধু হাত খালি,,,,,,

তুমি ছাড়া জীবন মোর, অনেক পথ বাকি,,,
তুমি আমার স্বপ্ন,, ত্রিনয়নী ঐ আঁখি,,,,!!!!

শুধু তুমি আমার,, আমি তোমার, তারই জন্য
শুধু তোমার জন্যই,, আমি হতে পারি ধন্য,,,!

কিছুনানা দিও তবুও,, ওই ভালোবাসার মোহনায়,
তোমাকে যেন খুঁজে পাই ভালবাসার ঠিকানায়,,!

হয়তো আমাকে আছো ভুলে, আমি ভুলি নাই কভু
যতই দাওনা ব্যথা যন্ত্রণা আমি ভুলবো না তবু,,!

যে ভালবাসায় তোমাকে করেছি আপনজন,,
আমৃত্যু পর্যন্ত তুমি আমার ভালোবাসার সন্ধিক্ষণ',

শত দুঃখ যন্ত্রণা, নেমে আসুক মোর দ্বারে,,,
তবু তোমাকে ভালোবাসে যাব বারে বারে,,

আমি যে বেসেছি ভালো তোমায় পবিত্র অঙ্গীকার
  আমি যে খুলে রেখেছি প্রকৃত হিদয়ের দ্বার ,,,

তাইতো ভালোবাসা রেখেছি ওই ভালোবাসার ডালি
স্নিগ্ধ পরশে  ওই আকাশে ঈদের চাঁদ এক ফালি,