একটি ঠিকানা আছে, যার নাম হৃদয়......!
মহাসমারোহে তার, করো পরিচয়.......!

জীবন ছন্দে তাহা, খোশবু সমাদরে.....!
প্রস্ফুটিলে দয়া আসে, তাহার অন্তরে..।

জীবন জিজ্ঞাসায়,প্রশ্ন ও মোহনা বাঁকে..
মধু সিঞ্চন হইলে, ওই জ্ঞানের মৌচাকে...!

স্বতস্ফূর্ত মনে তাহা, ঐ দিবাকর......!
জীবন প্রভাত হয়, ঐ পবিত্র অন্তর...!

শুদ্ধ চিন্তা ভাবনায়, চলো ওই ঠিকানায়...!
জ্ঞানের অঙ্গনে শোভা, পূর্ণিমার জ্যোৎস্নায়.!

মানব কল্যাণে যাহা, অবারিত দ্বার.....!
নিরহংকার এ যদি, পরাও তারে অলংকার..!

ওই ঠিকানাতেই জীবন, দুটি নদীর কূল...!
ভাঈ যদি পাষাণ-বেদী, মনের যত ভুল,..!

উৎসর্গ কোরিয়া ওই, শুভ্র মনের ঠিকানায়..!
নিজেকে দেখো তুমি, এবার তোমার "আইনায়।"