যেদিকে তাকাই প্রেমে মাখা,, প্রেম নিবন্ধিত সৃষ্টি
লক্ষে অলক্ষে যেদিকে তাকাই প্রেমে মাখা পড়ে দৃষ্টি

আলো-আঁধারের সুন্দর খেলা, নিবিড় মহিমা মাঝে
প্রভুর সৃষ্টি নিয়োজিত আছে, প্রেম সকাল সাঁঝে।

অগণিত জীব বসবাস করে, এই ধরিত্রীর মাটি
প্রেম উৎসর্গে সুন্দরতম, জীবন সেথা হয় খাঁটি।

প্রেম ছাড়া কিছু নেই সৃষ্টি, প্রভু নিজেই প্রেমময়
প্রেম ঐশ্বর্য্যে নিয়ে গেলে মন, তুমি হবে সে বিস্ময়।

প্রেম হৃদয় ছাড়া মানুষ কখনো, সুন্দরের মোহনায়
প্রেম বিহনে ফুল ফোটে না, কোন নন্দন বাগিচায়।

সৌন্দর্য যাহা কিছু প্রেমময় ওই নিবন্ধিত ভালোবাসা
মনের অঙ্গনে আগে করো তুমি নিজ হৃদয়কে খাসা

মানুষ সৃষ্টি মহিম আকাশে, সুদূর বা সে বহুদূর-!
প্রেম মাঝেই ভোরে উঠে হৃদয় আলোক প্রভা নুর

প্রতিটি সৃষ্টিতে প্রেম মাখা, যদি লক্ষ্য করো তুমি
পাবে না কোথাও  প্রেম বিহনে ফাঁকা কোথাও ভূমি

যাহার মাঝে প্রেম ঐশ্বর্য দয়া মমতা মাখা--!!
সেই তো শ্রেষ্ঠ মানুষ মহিম মেলে দিতে পারে পাখা