এমন কেন তুমি?
কেমন যেন হিসেব করে হাসো।
হিসেব করে ভালবাসো
তুমি পারো ! পারোও বটে।
যদি আমার সাথে হাসো
তোমার শহরে কুৎসা রটে?
রটলে বরং আমার শহরে এসো।


নিশ্চুপ ভাবে আমায় ভালোবাসো
আমায় রাখো ধ্যানে,
তবে আমি বললে কেন তুমি হাসো?
কি ভাবো আনমনে?


এমন কেন তুমি?
জানি লুকিয়ে তুমি দেখো
নিজ হৃদয়ে যতন করে রাখো
লজ্জা চোখে মুখে!


রাস্তায় বসে দেখা
তাকাও না মোর দিকে
বৃষ্টির মাঝে তবে-
টেনে নাও কেন বুকে?


এমন কেন তুমি?
বাসলে ভালো কি হয় তব ক্ষতি?
ট্যাক্স দিতে হয় রোজ কি তোমার?
কেউ কি হিসেব কষে?
তুমি থাকো কি খুব লসে?


এমন কেন তুমি?
বাসলে ভালো কি হয় তব ক্ষতি?
ভালোবাসি বলেই দেখো-
তোমায় বাঁধিয়ে দেবো মোতি।