চলো না একবার ঘুরে আসি নীল সমুদ্রের বুকে
যেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে
সূর্যদয়টা নব্য উষার অপার্থিব সৌন্দর্য
জীবন সুন্দর হেথায়,প্রশান্তি এক প্রস্ত।

    মধ্যাহ্নে শোনা যায় ঝলমলে রোদ্দুরে-
                 ঢেউয়ের দলের কানাকানি,
         উত্তপ্ত বালুতে শঙ্খ সাগরে
                         ক্রমাগত প্রতিধ্বনি।


        গোধূলি লগনে বিষন্নতা দেখ
                       আপনার পেছন দিকে,
         পশ্চিমা সমুদ্রের ক্ষুধা গিলে খেলো-
                       পূর্বের সূর্যকে।


         সমুদ্র কল্লোলে শামুক ঝিনুক-
                       ডান পায়ে এসে লাগে
         জ্যোৎস্না সংগীতে প্রেম বন্ধনে
                        হঠাৎ হাওয়া জাগে।


         নিস্তব্ধ রাতে জাগে তার রূপ-
         নক্ষত্রের মেলা চলিতেছে যেন
                           বাকি সব নিশ্চুপ।


    চাইলেই পারো হারিয়ে যেতে-
                  নীল অন্ধকার দরিয়ায়,
কেয়া পাতার নৌকোতে ভেসো ভীষণ অবেলায়।


নীল সাগর এসে ভাসিয়ে নিবে,তোমার শূণ্যতা
তার মাঝেই খুঁজে পাবে তুমি,জীবনের পূর্ণতা।


       হঠাৎ নিশির ডাক-
পেছন ফিরে দেখি আপন পদচিহ্ন
            এঁকেছে বালিয়াড়ী,
সবটুকু সময় কাটিয়ে দিতাম যদি-
                      সমুদ্র হতো মোর বাড়ি।


চিন্তামগ্ন দেখে দখিনা বাতাস ঘোর ভাঙ্গিয়ে জানায়-
চলে যেতে হবে সমুদ্র ছেড়ে সময়ের পরিক্রমায়।
         বিষন্ন মনে বলি-
গাঙচিলেদের রেখে গেলাম
নীল সমুদ্র তোমার পাহাড়ায়।